রমজান শুরুর বিষয়ে যা জানালো সৌদি ও মিশর

সংগৃহীত ছবি

রমজান শুরুর বিষয়ে যা জানালো সৌদি ও মিশর

অনলাইন ডেস্ক

বাংলাদেশে ১৪৪৩ হিজরি সনের রমজান শুরু হচ্ছে কবে সেটা জানা যাবে কাল। রমজানের শুরুটা চাঁদ দেখার ওপর নির্ভরশীল হলেও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যেদিন রোজা শুরু হয়, বাংলাদেশে হয় সাধারণত তার পরের দিন। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব ও  মিশরের আকাশে রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশ ‍দু’টিতে আগামীকাল শনিবার (২ এপ্রিল) থেকে রমজান মাস শুরু হচ্ছে।

খালিজ টাইমস জানিয়েছে, মালয়েশিয়া, ব্রুনাই, জাপান ও ইন্দোনেশিয়ায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। তাই আগামীকাল শনিবার থেকে ওই সব দেশে রোজা শুরু হচ্ছে না।

এশিয়ার দুই বৃহৎ মুসলিম দেশ মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়াও জানিয়েছে, আগামী রোববার থেকে সেখানে পবিত্র রোজা পালন শুরু হবে।

তবে ইমাম কাউন্সিল অব সাউথ অস্ট্রেলিয়া ফেসবুকের এক পোস্টে নিশ্চিত করেছে, শুক্রবার রমজানের চাঁদ দেখা গেছে অস্ট্রেলিয়ায়।

ফলে শনিবার থেকেই সেখানে রোজা পালন শুরু হচ্ছে।

news24bd.tv/আলী