প্রকাশ পেল বিশ্বকাপের থিম সং (ভিডিও)

সংগৃহীত ছবি

প্রকাশ পেল বিশ্বকাপের থিম সং (ভিডিও)

অনলাইন ডেস্ক

নভেম্বরে মাঠে গড়াবে ফুটবলের সর্ববৃহৎ আসর বিশ্বকাপ ফুটবল। এবারের আসরটি বসতে যাচ্ছে কাতারে। আজ শুক্রবার রাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ড্র। তার আগে বিশ্বকাপের অফিসিয়াল গান বা বিশ্বকাপের থিম সং ‘হায়া হায়া' প্রকাশ করেছে ফিফা।

‘হায়া হায়া' ইংরেজিতে   অর্থ দাঁড়ায় ‘বেটার টুগেদার’। দোহায় বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে প্রথমবারের মতো সরাসরি সম্প্রচার করা হবে গানটি।

শুক্রবার ফিফার অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে গানটি। গানে কণ্ঠ দিয়েছেন কাতারের গায়িকা আয়েশা, আমেরিকান সঙ্গীত শিল্পী ত্রিনিদাদ কার্ডোনা ও আফ্রিকার ডাভিডো ।

ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে বেশকিছু গান প্রকাশ করবে ফিফা। যার প্রথমটি 'হায়া হায়া'।

নিজেদের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে ফিফা জানায়, ‘এই গান উত্তেজনাময় ফুটবল উৎসবের প্রতীক, যা এই বছরের শেষ দিকে বিশ্বকে আলোকিত করবে। বিশ্বকাপের দলগুলোর ড্রয়ের সময় বাজানো হবে এই গান। ’

আসন্ন বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে ৩২টি দল। বাঞ্চাই পর্বের খেলাও প্রায় শেষ। এর মধ্যে স্বাগতিক কাতারসহ নিশ্চিত হয়ে গেছে ২৯টি দল। বাকি তিন দল চূড়ান্ত হতে অপেক্ষা করতে হবে আগামী জুন পর্যন্ত।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন 

news24bd.tv/আলী