ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ১৪ জুলাই

ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ১৪ জুলাই

নিজস্ব প্রতিবেদক

আগামী ১৪ জুলাই (শনিবার) সারা দেশে একযোগে সব শিশুকে উচ্চ ক্ষমতাসম্পন্ন ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এদিন ৬ থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে একটি করে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

কাল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ব্যাংক ফ্লোরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে মত বিনিময় সভায় এ তথ্য জানানো হয়।

১৪ জুলাই সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১ হাজার ৪৮৭টি কেন্দ্রে ২ হাজার ৯৭৪ জন স্বেচ্ছাসেবক ও ১১২ জন সুপারভাইজার এ কর্মসূচি বাস্তবায়ন করবেন।

সভায় জানানো হয়, ডিএসসিসি এলাকায় ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৪৫ হাজার ২৯২ শিশুকে ১ লাখ আইইউ ক্ষমতাসম্পন্ন নীল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।  

এছাড়া ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ১১ হাজার ৮২৫ শিশুকে ২ লাখ আইইউ ক্ষমতাসম্পন্ন লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

সভায় উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডা. শেখ সালাহ্উদ্দীন, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক ডা. সমীর কান্তি সরকার, ডিএসসিসির স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাকির আলম, সিভিল সার্জন ডা. এহসানুল করিম প্রমুখ।

অরিন/নিউজ টোয়েন্টিফোর
 

সম্পর্কিত খবর