টিপু হত্যায় আন্ডারওয়ার্ল্ডের সম্পৃক্ততা পেয়েছে পুলিশ

মাসুদা লাবনী

আওয়ামী লীগ নেতা টিপু হত্যায় জড়িত আরও এক সন্ত্রাসী আরফান উল্লাহ দামালকে গ্রেফতার করেছে ডিবি। অস্ত্র মামলায় তাকে এক দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। এছাড়া জাহিদুল ইসলাম টিপু হত্যায় আন্ডারওয়ার্ল্ডের সম্পৃক্ততা পেয়েছে ডিবি পুলিশ। তারা জানায়, শীর্ষ সন্ত্রাসী জিসান, ফ্রিডম মানিক  ও বিকাশ-প্রকাশ গ্রুপের নির্দেশেই এই কিলিং মিশন।

এছাড়াও জড়িত আরও কয়েকজন আছেন নজরদারিতে।  

রাজধানীর শাহজাহানপুরে ২৪ মার্চ রাতে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপুকে। সেসময় গুলিতে প্রাণ যায় পথচারী কলেজ ছাত্রী প্রীতির। এর তদন্তে নেমে সিসি ক্যামেরার ফুটেজ দেখে বগুড়া থেকে শুটার মাসুমকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

এরপর রিমান্ডে বেরিয়ে আসে, এই কিলিং মিশনের পেছনের গল্প।

মাসুমের দেয়া তথ্যে ডিবি জানতে পারে, এলাকার আধিপত্য দখলে শীর্ষ সন্ত্রাসীর একটি গ্রুপ এই হত্যাকাণ্ডে জড়িত। এর ভিত্তিতে মতিঝিল থেকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করা হয় সন্ত্রাসী আরফান উল্লাহ দামালকে।

ক্লাবটির পেছনে থাকা বস্তির একটি ঘর থেকে দামালের রিভলবারও উদ্ধার করেছে ডিবি। টিপুকে হত্যার দেড় মাস আগে এই ক্লাবে বসেই চূড়ান্ত হয় হত্যার ছক।

চাঞ্চল্যকর এই খুনের ঘটনায় আরও যাদের নাম আসছে তারাও নজরদারিতে বলে জানায় ডিবি।
news24bd.tv/আলী