গণ-আন্দোলন করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির প্রতীকী গণঅনশনে একথা বলেন মির্জা ফখরুল।
সরকারের সিন্ডিকেট, জিনিসপত্রের দাম বাড়াচ্ছে বলেও জানান তিনি।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতীকী গণঅনশনে বসেছে বিএনপি।
এছাড়াও অনশন কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান ডা. এজে ড এম জাহিদ হোসেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, সদস্য সচিব আমিনুল হক, মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ সহস্রাধিক দলীয় নেতাকর্মী উপস্থিত হয়েছেন।
জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে সকাল ১০টা থেকে শুরু হয় প্রতীকী গণঅনশন। বিকেল ৩টা পর্যন্ত এ প্রতীকী গণঅনশন চলবে বলে জানিয়েছে বিএনপি নেতা আবদুস সাত্তার পাটোয়ারী।
news24bd.tv/রিমু