প্রতিবন্ধী শিশুদের মাঝে সুপ্ত প্রতিভা লুকিয়ে থাকে : প্রধানমন্ত্রী 

প্রতিবন্ধী শিশুদের মাঝে সুপ্ত প্রতিভা লুকিয়ে থাকে : প্রধানমন্ত্রী 

অনলাইন ডেস্ক

অবহেলা না করে অটিস্টিক শিশুদের আপন করে নিতে সবার প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রতিবন্ধী ও অটিজম আক্রান্ত শিশুদের মধ্যে সুপ্ত প্রতিভা লুকিয়ে থাকে। তাদের সে প্রতিভা খুঁজে বের করে কাজে লাগাতে হবে। তাদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ করে দিতে হবে।

শনিবার (২ এপ্রিল) সকালে ১৫তম বিশ্ব অটিজম সচেতনতা দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রতিবন্ধী ও অটিজম আক্রান্ত বিশ্বের প্রতিভাধর কয়েকজন বিজ্ঞানীদের কথা তুলে ধরে সরকারপ্রধান।

বঙ্গবন্ধুকন্যা বলেন, যারা অটিজমে আক্রান্ত তাদের অবহেলা নয়, সমাজে তাদের সুন্দর অবস্থান তৈরি করে দিতে হবে।

শেখ হাসিনা বলেন, মানুষের জন্ম কীভাবে হয়েছে সেজন্য তো তাকে অবহেলা করতে পারি না। তাদের আপন করে নিতে হবে।

অটিজম শিশুদের স্বাভাবিক স্কুলে ভর্তির সুযোগ করে দিতে হবে। তাদের সুপ্ত প্রতিভা বিকশের সুযোগ করতে হবে।

news24bd.tv/ তৌহিদ