রমজানে বাজার মনিটরিং করবে এফবিসিসিআই : জসিম উদ্দিন
রমজানে বাজার মনিটরিং করবে এফবিসিসিআই : জসিম উদ্দিন

সংগৃহীত ছবি

রমজানে বাজার মনিটরিং করবে এফবিসিসিআই : জসিম উদ্দিন

আহমেদ সুলতান

রমজানে বাজার স্থিতিশীল রাখতে কমিটি করেছে দেশের শীর্ষ ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআই। সরকার  বেঁধে দেয়া দামে পণ্য বিক্রি হচ্ছে কিনা তা মনিটরিং করবে সেই কমিটি বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি মো. জসিম উদ্দিন।  

আজ শনিবার এফবিসিসিআই ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।  

এসময় অসৎ ব্যবসায়ীদের উদ্দেশ্যে কঠোর হুশিয়ারি দিয়ে তিনি বলেন, যারা বাজার নিয়ে কারসাজি করবে তাদের সাথে নেই এফবিসিসিআই।

অনুষ্ঠানে নিত্য পণ্যের দাম বৃদ্ধির পেছনে নানা বাস্তবতা তুলে ধরেন ব্যবসায়ীরা। আমদানি পর্যায়ে কর কমানোর ঘোষণা দিলেও এখনো পুরোনো হারেই কর নেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন ব্যবসায়ীরা।

অনুষ্ঠানে ক্যাবের প্রতিনিধি বলেন, ট্রাফিক পুলিশের মামলা-জরিমানার জন্যেও নিত্যপণ্যের দামে নেতিবাচক প্রভাব পড়ছে। এছাড়া ক্রেতাদের অতিরিক্ত কেনার প্রবণতা থেকে বের হয়ে আসার আহ্বান জানান বক্তারা।

news24bd.tv/রিমু