ফলের পাইকারি আড়তে উপচে পড়া ভিড় 
ফলের পাইকারি আড়তে উপচে পড়া ভিড় 

ফলের পাইকারি আড়তে উপচে পড়া ভিড় 

সুলতান আহমেদ

এদিকে রমজান সামনে রেখে উপচে পড়া ভিড় পাইকারি ফলের আড়তে। দেশের বিভিন্ন প্রান্তের ফল ব্যবসায়ীরা অন্য সময়ের চেয়ে কয়েকগুণ চাহিদা নিয়ে ছুটছেন রাজধানীর বাদামতলীতে। সেই সুযোগে বেড়ে গেছে প্রায় সব ধরনের ফলের দাম। তবে কিছুটা স্থির রয়েছে অতি প্রয়োজনীয় খেজুরের দাম।

বিক্রেতারা বলছেন, আমদানি পর্যায়ে বাড়তি খরচ আর ট্রাক ভাড়া বেড়ে যাওয়ায় এবছর কিছুটা বেশি ফলের দাম।

বুড়িগঙ্গার পাড় এখন জমজমাট। ট্রাকভর্তি ফল আসছে আর তা কিনতে ভিড় জমাচ্ছেন পাইকাররাও।  তবে দাম কমার যে দাবি তা মোটেই সঠিক নয়।

কদিন আগেও যে মাল্টা বিক্রি হয়েছে ১৫ কেজির ক্যারেট ১৭ শ টাকা তা এখন বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১০০ টাকায়।

আপেল কিংবা আঙ্গুরের দামও খানিকটা চড়া। ২০ কেজির ক্যারেট সবুজ আঙ্গুর বিক্রি হচ্ছে ৩ হাজার ৭০০ টাকায়, কদিন আগেও যা ছিলো ৩ হাজার ৩০০ টাকা। আমদানি কম তাই দাম বেড়েছে কালো আঙ্গুরেরও।  ২০ কেজির ফুজি আপেল ৩ হাজার টাকায়, আর হানি আপেল বিক্রি করছে ২ হাজার ৬০০ টাকায়।  আমদানিকারকরা অবশ্য দাবি করছেন স্থির রয়েছে ফলের দাম।

তবে কিছুটা স্বস্তির খবর দিলেন খেজুর ব্যবসায়ীরা। ছোট আকৃতির আজোয়া খেজুর বিক্রি হচ্ছে প্রতি ৫ কেজি ১ হাজার ৫৫০ টাকায়। বড় আকৃতিরটা অবশ্য ৩ হাজার ২০০ টাকা। মরিয়ম খেজুর প্রতি পাঁচ কেজির পাইকারি দাম ২ হাজার ৭০০ টাকা, সাফাবি-কলমি খেজুরের দাম কিছুটা কম প্রতি পাঁচ কেজির কেরেট বিক্রি হচ্ছে ১ হাজার ৩৫০ টাকায়।

যদিও পাইকারি পর্যায়ের স্বল্প দাম বৃদ্ধির প্রভাব খুচরা পর্যায়ে কেমন পড়বে তা জানা নেই কারোরই।

news24bd.tv/ তৌহিদ