রিয়াদে পৃথক ঘটনায় ২ বাংলাদেশির মৃত্যু

নিহত আব্দুর রহিম ওরফে আব্দুল্লাহ (বায়ে) এবং শাহদত হোসেন (ডানে)

রিয়াদে পৃথক ঘটনায় ২ বাংলাদেশির মৃত্যু

মোহাম্মদ আল-আমীন • সৌদি আরব প্রতিনিধি

সৌদি আরবের রাজধানী রিয়াদে পৃথক ঘটনায় ২ বাংলাদেশির মৃত্যু হয়েছে।  

নিহত ২ বাংলাদেশি হলেন- শাহদত হোসেন (২৯) এবং আব্দুর রহিম ওরফে আব্দুল্লাহ।

শাহদত কুমিল্লার বরুড়া উপজেলার জানুরা মল্ল বাড়ির আনিসুর রহমানের ছেলে। আব্দুল্লাহর বাড়ি নরসিংদী জেলায়।

জানা যায়, টেলিফোনে স্ত্রীর কথা কাটাকাটি হয় শাহদতের। এতে অভিমান করে রিয়াদের আল খারিজ এলাকার একটি বাসায় ফ্যানের সাথে গলায় রশি ঝুলিয়ে আত্মহত্যা করেন তিনি।  

স্থানীয় সময় বুধবার সকালে রুম থেকে শাহদতের লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, মঙ্গলবার রাতের কোনো এক সময় তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

নিহত শাহদতের মামা আবুল খায়ের জানান, ৭ মাস আগে ফ্রি ভিসায় সৌদি আরবে এসেছিল শাহদত। শাওন নামে তার ৮মাস বয়সী পুত্র সন্তান রয়েছে।

এদিকে, রিয়াদের হাই আল মাসনা এলাকায় প্রবাসী বাংলাদেশি আব্দুর রহিম ওরফে আব্দুল্লাহ খুন হয়েছেন।  

নিহতের শ্যালক জানান, স্থানীয় সময় বুধবার দুপুরে এক সৌদি নাগরিক চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে আব্দুল্লাহকে খুন করেন।  

খুনি সৌদি নাগরিককে গ্রেপ্তার করেছে রিয়াদ পুলিশ।

আল-আমীন/অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর