ইসরায়েলি বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিন ফিলিস্তিনি নিহত

ইসরায়েলি বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিন ফিলিস্তিনি নিহত

অনলাইন ডেস্ক

ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর গুলিতে তিন ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতরা ওই তিনজন সশস্ত্র ছিল বলে দাবি করেছে ইসরায়েলি পুলিশ।

পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, শনিবার ভোরে ‘বন্দুকযুদ্ধে’ তিন ফিলিস্তিনি নিহত হয়েছে। দাবি করা হয়, তারা সম্প্রতি নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত হওয়া একটি চক্রের অংশ।

ঘটনার পর ইসরায়েলি বাহিনী চিকিৎসাকর্মীদের ঘটনাস্থলে যেতে দিতে অস্বীকৃতি জানায়। ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছ থেকে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে ঘটনাস্থলে থাকা কিছু সংখ্যক ফিলিস্তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, পশ্চিম তীরের জেনিনের দক্ষিণে আরাবায় তিনজন ‘প্রতিরোধ যোদ্ধা’ নিহত হয়।

ফিলিস্তিনি মিডিয়া ইসলামিক জিহাদ সংগঠনের একটি বিবৃতি প্রকাশ করেছে।

এতে  সংগঠনটি ইসরায়েলি বাহিনীর হাতে তার সশস্ত্র শাখা আল-কুদস ব্রিগেডের তিন সদস্য হত্যার বিষয়টি নিশ্চিত করেছে।

news24bd.tv/ তৌহিদ