ইউক্রেনীয় নিরাপত্তা বিভাগের দুই কর্মকর্তাকে বরখাস্ত করলেন জেলেনস্কি

অনলাইন ডেস্ক

রুশ আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনীয়রা প্রাণপণ লড়ছেন। ইউক্রেনীয়দের দেশপ্রেম, লড়াই, বীরত্বগাথা গর্বের সঙ্গে শুরু থেকেই বলে আসছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে তাঁর সর্বশেষ ভিডিও ভাষণে একটা উল্টো দিকও সামনে এসেছে। আর তা হলো বিশ্বাসঘাতকতা।

স্থানীয় সময় বৃহস্পতিবার দিবাগত রাতে একটি ভিডিও ভাষণ দেন জেলেনস্কি। এই ভাষণে জেলেনস্কি জানান, তিনি দেশটির জাতীয় নিরাপত্তা বিভাগের দুজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে বরখাস্ত করেছেন। বিশ্বাসঘাতকতার দায়ে তাঁদের বরখাস্ত করা হয়েছে। বিশ্বাসঘাতকদের ব্যাপারে আরেকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সব বিশ্বাসঘাতকদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার সময় এখন তাঁর নেই। তবে ধীরে ধীরে তাঁদের সবাইকে শাস্তি দেওয়া হবে।

news24bd.tv/ তৌহিদ