কয়েক দফা শান্তি আলোচনার পরও ইউক্রেনে অব্যাহত রয়েছে রুশ হামলা। ওডেসার গভর্নর জানিয়েছে, রাশিয়ার নিয়ন্ত্রণাধীন ক্রিমিয়া থেকে ওডেসার একটি আবাসিক এলাকায় তিনটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এ ঘটনায় হতাহতের দাবি করেছে শহটির কর্তৃপক্ষ।
রেড ক্রস জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার মারিউপোল শহরে রুশ হামলা অব্যাহত থাকায় সীমিত সংখ্যক বেসামরিক নাগরিককে নিরাপদে বের করে আনা সম্ভব হয়েছে।
অন্যদিকে, পুনরায় ইউক্রেনের বিভিন্ন শহরের দখল ফিরে পাওয়ার দাবি করছে কিয়েভ। শুক্রবার কিয়েভের কাছের একটি শহর বুচার নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার দাবি করেছেন শহরটির মেয়র। যুদ্ধ জয়ের আশা করছেন, দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কি।
জেলেনস্কি বলেন, শুধুমাত্র আমাদের বিজয়ের সাথে, এই যুদ্ধ শেষ হতে পারে যা হবে সত্যের বিজয়।
ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার শান্তি আলোচনা আবারো শুরু হয়েছে। তবে বৈঠকে মস্কোর প্রধান আলোচক ভ্লাদিমির মেডিনস্কি সাফ জানিয়ে দিয়েছেন, ক্রিমিয়া ও দোনবাস নিয়ে রাশিয়ার অবস্থানে কোনো পরিবর্তন হবে না। এমনকি শান্তি আলোচনা সফল না হওয়ার জন্য রুশ তেলের ডিপোতে কিয়েভের হামলাকে দায়ী করেছে রাশিয়া। যদিও হামলার বিষয়ে মস্কোর তোলা অভিযোগ অস্বীকার করেছে কিয়েভ।
এদিকে ইউক্রেনের বিভিন্ন এলাকা থেকে রুশ সেনারা সরতে শুরু করেছে বলে দাবি করেছে মস্কো। যদিও ন্যাটো বলছে, সেনা সরিয়ে নিচ্ছে না রাশিয়া। বরং সেনা অন্য জায়গায় নিয়ে নিজেদের অবস্থান আরও দৃঢ় করছে তারা।
news24bd.tv/রিমু