সিগারেট নিয়ে ঝগড়া, যুবককে পিটিয়ে হত্য
সিগারেট নিয়ে ঝগড়া, যুবককে পিটিয়ে হত্য

প্রতীকী ছবি

সিগারেট নিয়ে ঝগড়া, যুবককে পিটিয়ে হত্য

অনলাইন ডেস্ক

সিগারেট চাওয়া নিয়ে রঞ্জিৎ সিংহ ও মুসলি রাও এর সঙ্গে বাক বিতণ্ডা হয় রাজু রাও নামে আরেক যুবকের। বাক বিতণ্ডার এক পর্যায়ে রাজু রাও বাঁশ দিয়ে পেটানরঞ্জিৎ ও মুসলিমকে। পরে হাসপাতালে মৃত্যু হয় মুসলির। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

খবর আনন্দবাজার। শুক্রবার (১ এপ্রিল) রাতে  ভারতের পশ্চিমবঙ্গের হাওড়ার রামকৃষ্ণপুর ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

দেশটির রাজ্য পুলিশ জানায়, শুক্রবার রাতে হাওড়ার রামকৃষ্ণপুর ঘাট এলাকায় গঙ্গা নদীর পাশে ফুটপাতে আড্ডা দিচ্ছিলেন কয়েকজন। তাদের মধ্যে সিগারেট চাওয়াকে কেন্দ্র করে রঞ্জিৎ সিংহ ও মুসলি রাও নামে দুই যুবকের ঝগড়া হয় রাজু রাও নামে আরেক যুবকের সঙ্গে।

এরপরই শুরু হয় হাতাহাতি। মারামারির সময় রাজু বাঁশ দিয়ে রঞ্জিৎ ও মুসলিকে আঘাত করেন। দুজনেই গুরুতর আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় হাওড়া থানার পুলিশ। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে রাতেই মারা যান মুসলি।

পুলিশ আরও জানায়, বাঁশের আঘাতে মাথা ফেটে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তার মৃত্যু হয়েছে। অন্যদিকে, আহত রঞ্জিৎ হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসাধীন।  

news24bd.tv/আলী