বাগেরহাটে পিকআপ চাপায় মোটরসাইকেল চালক নিহত
বাগেরহাটে পিকআপ চাপায় মোটরসাইকেল চালক নিহত

নিহত মোটরসাইকেল চালক টুলু শেখ

বাগেরহাটে পিকআপ চাপায় মোটরসাইকেল চালক নিহত

বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় পিকআপ চাপায় টুলু শেখ (৩৫) নামের এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে খুলনা-মোংলা মহাসড়কের ফকিরহাট উপজেলার শুকদাড়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় সঙ্গে থাকা অপর মোটরসাইকেল আরোহী গুরুত্বর আহত হয়েছে। নিহত টুলু শেখ রামপাল উপজেলার শ্রীফলতলা গ্রামের নাসির শেখের ছেলে।

 

ফকিরহাট হাইওয়ে পুলিশের এসআই মো. হাসানুর রহমান প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নিজ টোয়েন্টিফোরকে জানান, টুলু শেখ সকালে খুলনা-মোংলা মহাসড়কের শুকদাড়া এলাকায় পৌঁছালে অপরদিক থেকে দ্রুত গতিতে ছুটে আসা একটি মিনি পিকআপ মোটরসাইকেলকে চাপা দেয়। এতে গুরুত্বর আহত হয় টুলু শেখ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিৎকিসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত টুলু শেখ ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।

ঘটনার পর মোটরসাইকেলটি উদ্ধার করা গেলেও ঘাতক পিকআপটি আটক যায়নি।  

news24bd.tv/কামরুল