৯ মাসে কুরআনে হাফেজ মুনতাসীর

সংগৃহীত ছবি

৯ মাসে কুরআনে হাফেজ মুনতাসীর

অনলাইন ডেস্ক

বগুড়ায় নয় বছরের শিশু মুয়াজ মুনতাসীর মাত্র নয় মাসে পবিত্র কুরআন হিফজ (মুখস্থ) করেছে। সে শহরের নিশিন্দারা উপশহরে ঐতিহ্যবাহী তানযীমুল উম্মাহ মাদ্রাসার চতুর্থ শ্রেণি ও হেফজ বিভাগের শিক্ষার্থী।

মুয়াজ মুনতাসীর কনফিডেন্স পাওয়ার বগুড়া লিমিটেডের ডেপুটি প্লান্ট ম্যানেজার প্রকৌশলী ফজলুল হক ও গৃহিণী সাইয়েদা লামিয়া সিদ্দিকার ছেলে। তারা খুলনার শিপইয়ার্ড লবণচরা ইসলামপাড়ার বাসিন্দা হলেও বর্তমানে বগুড়া শহরের নিশিন্দারা উপশহরে বসবাস করছেন।

 

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শাহ্ আলম জানান, মুয়াজ মুনতাসীরের ঐকান্তিক ইচ্ছা, হিফজ বিভাগের শিক্ষক হাফেজ আরিফুল ইসলামসহ অন্য শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টা এবং তার পরিবারের সহযোগিতায় এ সাফল্য এসেছে। মহান আল্লাহ মাত্র নয় মাস সাত দিনে (ছুটি বাদে) তাকে সম্পূর্ণ কুরআন মুখস্থ করার তৌফিক দান করেছেন।  

news24bd.tv/আলী