যৌনকর্মীরা এই সমাজেরই বাসিন্দা : মিথিলা

সংগৃহীত ছবি

যৌনকর্মীরা এই সমাজেরই বাসিন্দা : মিথিলা

অনলাইন ডেস্ক

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। সম্প্রতি কলকাতার বিতর্কিত ওয়েব সিরিজ হিসাবে পরিচিত ‘মন্টু পাইলট’সিরিজের দ্বিতীয় সিজনে অভিনয় করেছেন তিনি।  সিরিজটির প্রথম পর্বটি অশ্লীল সংলাপ ও দৃশ্য এবং গালাগালির জন্য দর্শকের কাছে সমালোচনার শিকার হয়েছিল। অনেকে আপত্তি তুলে এটি নিষিদ্ধের দাবিও করেছিলেন।

এবার সিরিজটি নিয়ে মুখ খুললেন মিথিলা। খবর আনন্দবাজার।

মিথিলা ভাষ্যমতে, আমি অন্তত এমন বলার কারণ খুঁজে পাইনি। সিরিজটি আলোচিত হতে পারে, কিন্তু সমালোচিত বা বিতর্কিত হওয়ার মতো কিছু চোখে পড়েনি।

এই সিরিজের শুরু থেকে শেষ পর্যন্ত যৌনকর্মীদের জীবন, যন্ত্রণা, লড়াই দেখানো হয়েছে, যা দেখানো উচিত। তারা তো এই সমাজেরই বাসিন্দা। তাহলে অকারণে বিতর্ক ছড়াবে কেন?

মিথিলা আরও বলেন, গল্পটি শোনার পর আমার মধ্যে এক মুহূর্তের জন্য দ্বিধা বা জড়তা কাজ করেনি। এটি সমাজের এমন এক অবহেলিত গোষ্ঠীর গল্প, যাদের প্রতি মুহূর্তে আমরা সমাজচ্যুত করার চেষ্টা করি। সমাজের প্রতিটি পেশার মানুষের মতো তাদেরও অবদান আছে। যৌনকর্মীরা না থাকলে সমাজের নারীরা এত নিরাপদে থাকতে পারতেন না।

রাফিয়াত রশিদ মিথিলা বলেন, যৌনকর্মীদের জীবন সাধারণ মানুষ দেখবে না কেন? তাদের কষ্ট কেন আমরা বুঝব না? ওরা কেন আমাদের পাশে জায়গা পাবে না? কেউ সেটা দেখাতে বা বলতে চাইলেই সেই বিষয়কে বিতর্কিত তকমা দেব! সিরিজের বিষয়টি নিয়ে প্রশংসাসূচক আলোচনা হতেই পারে। সবার অভিনয় নিয়ে আলোচনাও হতে পারে। কিন্তু সমালোচনা কোনও মতেই নয়। এই সিরিজে যৌনপল্লির প্রকৃত চেহারা বা পরিবেশটাই দেখিয়েছেন দেবালয়।  যদিও অভিনয়ের আগে সবার মুখে শুনছিলাম, ‘মন্টু পাইলট’ নাকি প্রচণ্ড বিতর্কিত একটা সিরিজ।

গত ২৭ জানুয়ারি কলকাতার কালীঘাটে পূজা দিয়ে সিরিজটির শুটিং শুরু করেন নির্মাতা।  মে মাসে সিরিজটি মুক্তির সম্ভাবনা রয়েছে।

news24bd.tv/আলী