ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত: রাসূলুল্লাহ (সা.) রমজান মাসে এই দোয়া পড়তেন।
প্রথম দিনের দোয়ার আরবি, বাংলা উচ্চারণ ও অর্থ:
اَللّـهُمَّ اجْعَلْ صِیامی فیهِ صِیامَ الصّائِمینَ، وَقِیامی فیهِ قیامَ الْقائِمینَ، وَنَبِّهْنی فیهِ عَنْ نَوْمَةِ الْغافِلینَ، وَهَبْ لى جُرْمی فیهِ یا اِلـهَ الْعالَمینَ، وَاعْفُ عَنّی یا عافِیاً عَنْ الُْمجْرِمینَ
উচ্চারণ : আল্লাহুম্মাজআ’ল সিয়া-মি ফি-হি সিয়া-মাস সা-ইমিন; ওয়া ক্বিয়া-মি ফি-হি ক্বিয়া-মাল ক্বা-ইমিন; নাব্বিহনি ফি-হি আ’ন নাওমাতিল গা-ফিলিন; ওয়াহাবলি জুরমি ফি-হি ইয়া ইলাহিল আ’-লামিন; ওয়া’ফু আন্নি ইয়া আ’-ফিয়ান আ’নিল মুজরিমিন।
অর্থ: হে আল্লাহ ! আমার আজকের রোজাকে প্রকৃত রোজাদারদের রোজা হিসেবে গ্রহণ কর। আমার নামাজকে কবুল কর প্রকৃত নামাজীদের নামাজ হিসেবে।
আল্লাহ তা’আলা মুসলিম উম্মাহকে প্রথম রমজানের প্রত্যেক নামাজসহ ইবাদাত-বন্দেগিতে এ দোয়ার মাধ্যমে তাঁর নিকট ক্ষমা প্রার্থনা করে নৈকট্য অর্জন করার তাওফিক দান করুন। আমিন।
(সূত্র : `আলবালাদুল আমিন' ও `মিসবাহুল কাফআমি' নামক গ্রন্থে এই দোয়ার কথা বর্ণনা রয়েছে। )
news24bd.tv/arkabul