গাজীপুরের টঙ্গীতে মসজিদে এসির শর্টসার্কিটে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (২ মার্চ) রাত সাড়ে আটটায় টঙ্গীর গাজীবাড়ি পুকুরপাড় এলাকায় শাহী জামে মসজিদের ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত দুইজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
স্থানীয়রা জানায়, তারাবির নামাজ শুরু হওয়ার কিছুক্ষণ পর হঠাৎ ওই মসজিদের একটি এসির শর্টসার্কিট বিস্ফোরিত হয়।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান নিউজ টোয়েন্টিফোরকে জানান, শনিবার রাতে ওই মসজিদে প্রথম তারাবির নামাজ অনুষ্ঠিত হয়। এ সময় হঠাৎ একটি এসির বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিষ্ফোরণের সময় মসজিদে থাকা মুসল্লিরা তাড়াহুড়ো করে মসজিদ থেকে বের হতে থাকেন।
news24bd.tv/কামরুল