রমজানে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে কমিটি গঠন করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। সরকার নির্ধারিত দামে পণ্য বিক্রি করতে ব্যবসায়ীদের বাধ্য করবে এই কমিটি। এফবিসিসিআই সভাপতি নিউজ টোয়েন্টিফোরকে বলেন, কারসাজিতে জড়িত ব্যবসায়ীদের সাথে নেই তারা। এদিকে বাজার নিয়ন্ত্রণে মাঠে নেমেছে ভোক্তা অধিকার অধিদপ্তর।
চৈত্রের ভরা রোদ এ বছরও ভোগাবে রোজাদারদের। তাইতো চাহিদা বেশি রসালো ফল তরমুজের। কিন্তু অসাধু ব্যবসায়ীরা এবারও দাম বাড়ানোর চেষ্টা করছে তরমুজের।
সেই তৎপরতা ঠেকাতে শনিবার রাজধানীর কয়েকটি বাজারে অভিযান চালায় ভোক্তা অধিকার অধিদপ্তর।
এ সময় ভোজ্যতেল ব্যবসায়ীরা অভিযোগ করেন রাজস্ব বোর্ড করছাড় দিয়েও তা বাস্তবায়ন করছেনা। আবার ট্রাফিক পুলিশের মামলা-জরিমানার জন্য নিত্যপণ্যের দাম বাড়ছে বলে অভিযোগ করেন ক্যাব প্রতিনিধি।
এ সময় হুশিয়ারি দিয়ে এফবিসিসিআই সভাপতি বলেন, কারসাজি কারি ব্যবসায়ীদের সাথে নেই তারা।
বাজার স্থির রাখতে অতিমাত্রায় কেনার প্রবণতা থেকে ক্রেতাদের বের হয়ে আসার পরামর্শ আসে সভায়।
news24bd.tv/Kamrul