ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব বাতিল

ফাইল ছবি

ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব বাতিল

অনলাইন ডেস্ক

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে বিরোধিদের অনাস্থা প্রস্তাব এবার নতুন মোড় নিলো। অনাস্থা প্রস্তাবকে সংবিধান বহিঃভূত বলে তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব বাতিল করেছেন ডেপুটি স্পিকার।

এদিকে ন্যাশানাল অ্যাসেম্বলি ভেঙে দিয়ে নির্বাচনে যাওয়ার জন্য প্রেসিডেন্টকে অনুরোধ জানিয়েছেন ইমরান খান।

ইমরান খানের বিরুদ্ধে আনা বিরোধীদের অনাস্থা প্রস্তাবের ওপর জাতীয় পরিষদে আজ রোববার ভোটাভুটি হওয়ার কথা থাকলেও এমন সিদ্ধান্ত নেন ডেপুটি স্পিকার।

সেইসাথে পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার আসাদ কায়সারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দিয়েছে বিরোধী দলের আইপ্রণেতারা।

পরিস্থিতি বদলাতে শেষ মুহূর্তে চেষ্টা চালিয়েছেন ইমরান। ভোটের আগে পঞ্জাবের গভর্নরকে বরখাস্ত করে গভর্নর হিসাবে উমর সরফরাজ চিমাকে নিয়োগ করা হয়েছে। অধিবেশন ঘিরে সংঘাতের আশঙ্কায় রাজধানী ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

রাজনৈতিক জীবনে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তার সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে দেশের অর্থনীতি ও পররাষ্ট্রনীতিতে বিপর্যয় ডেকে আনার। এই অভিযোগে বিরোধী দলগুলো তার বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব উত্থাপন করেছে।

News24bd.tv/রিমু