ইউক্রেনের কয়েকটি শহর থেকে সেনা সরিয়ে নিয়েছে রাশিয়া, তবে এসব শহরের রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মৃত দেহ। মিলছে গণকবরের সন্ধান। শহরগুলো যেন হয়ে উঠেছে জলজ্যান্ত মৃত্যুপুরী। ইউক্রেনের দাবি, কিয়েভের আশপাশের এলাকাগুলো রুশ সেনাদের কাছ থেকে তারা পুনরায় দখলে নিয়েছে।
কিয়েভের রাস্তায় রাস্তায় এখন ইউক্রেনের সেনাবহর।
ইউক্রেন এক বাসিন্দা জানান, আমার পিছনের দৃশ্যগুলো খুব মারমান্তিক। আমরা দুই সপ্তাহ ধরে বেজমেন্টে বসে ছিলাম। আর কয়দিন হলে সেখানেই মরে থাকতাম। রাশিয়া বলছে, শান্তি আলোচনার অংশ হিসেবে কিয়েভ থেকে সৈন্য প্রত্যাহার করা হচ্ছে। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্কতা উচ্চারণ করে জানিয়েছেন, রাশিয়া ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চল দখল করতে চায়।
জেলেনস্কি বলেন, আমাদের সেনারা কিয়েভে জয়ী হয়েছে, তবে রাশিয়ার সৈন্যদের লক্ষ্য তারা দোনবাস এবং ইউক্রেনের দক্ষিণাঞ্চল উভয়ই দখল করতে চায়। আর আমাদের লক্ষ্য স্বাধীনতা। এর মাঝে কিয়েভের দাবি, রাশিয়ার সেনাবাহিনী দক্ষিণে ইজিউম শহরের নিয়ন্ত্রণ নিচ্ছে। পূর্বের শহরগুলোতে বোমা হামলা চালাচ্ছে। দোনবাসের লুহানস্ক অঞ্চলে আবাসিক ভবনগুলো রাশিয়ার গোলা হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
News24bd.tv/রিমু