আফগানিস্তানের রাজধানীতে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয়দের সূত্রে জানা যায়, রাজধানী কাবুলে আজ রোববার সকালে ওই বিস্ফোরণ ঘটেছে। খবর বিবিসির।
প্রত্যক্ষদর্শীরা জানান, কাবুলের একটি বাজারে ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
উল্লেখ্য, গত আগস্টে তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়।
অভাবের তাড়নায় বাবা-মা তাদের ছোট ছোট সন্তানদের বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন। এদিকে গত মাসে দেশটিতে সাংবাদিকদের বিরুদ্ধে অন্তত ২২টি সহিংসতার খবর পাওয়া গেছে। এক সাংবাদিককে লাঞ্ছিত করা এবং বাকিদের স্বল্প মেয়াদে বন্দি রাখার খবরও জানানো হয়।
news24bd.tv/এমি-জান্নাত