পৃথক ঘটনায় সাভারে দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে ঢাকা আরিচা মহাসড়কের জোরপুল ও কাউন্দিয়া এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।
পুলিশ বলছে, সকালে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের জোরপুল এলাকায় একটি পিকআপ কাভার্ডভ্যানকে চাপা দেয়। পরে সাভার ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে পিকআপের চালক ও হেলপার দুই জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য এনাম মেডিক্যাল কলেজ এণ্ড হাসপাতালে ভর্তি করলে চালক রাজু মিয়া মারা যায়।
আহত অবস্থায় হেলপারের চিকিৎসা চলছে। পরে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে।
অপরদিকে সাভারের কাউন্দিয়া এলাকার একটি ভাড়া বাড়ি থেকে জানালার সঙ্গে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত এক রাজমিস্ত্রির লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
News24bd.tv/Kamrul