নাটোর সদরের পাইকরদোল এলাকায় মাটিবাহী ট্রাক্টর থেকে পড়ে গিয়ে হাসান নামের ১২ বছরের শিশু শ্রমিক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। নিহত হাসান সদর উপজেলার শংকরভাগ গ্রামের আশরাফের ছেলে।
এলাকাবাসী জানায়, গতকাল সন্ধ্যা ৬ টার দিকে মাটিবাহী ট্রাক্টর বাগাতিপাড়া এলাকা হতে মাটি নিয়ে আসছিল। শিশু শ্রমিক হাসান ট্রাক্টরে হেল্পার হিসেবে কাজ করত।
বর্তমানে মরদেহটি রাজশাহী হাসপাতালের মর্গে আছে। তবে ট্রাক্টরের মালিক দুলাল (৩২) শিশু শ্রমিক মৃত হাসানের পরিবারের সঙ্গে টাকা পয়সা দিয়ে মীমাংসা করে বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করছেন বলে জানা গেছে।
News24bd.tv/Kamrul