নীলফামারী সদরের সোনারায় ইউনিয়নের চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে। রোববার (০৩এপ্রিল) দুপুরে সদর উপজেলার সোনারায়ের খয়রাত নগর রেলস্টেশনের অরক্ষিত রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন আরো একজন।
নিহত পল্লী চিকিৎসকের নাম আবু তালহা (৪৫)।
বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর রেলওয়ে থানার উপপরিদর্শক শফিউল ইসলাম।
নিহতের বড় ভাই আবু বক্কর সিদ্দিক বলেন, আমার দুই ভাই গরু কেনার জন্য বাড়ি নীলফামারীর কালীতলা হাটের উদ্দেশে বের হয়। তারা গল্প করতে করতে মোটরসাইকেল ছালাচ্ছিলেন। খয়রাত নগর স্টেশন এলাকায় রেললাইন পার হওয়ার সময় হঠাৎ একটি ট্রেন এসে তাদের ধাক্কা দেয়। ট্রেনের ধাক্কায় ছোট ভাই আবু তালহা গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আহত হয় আরেক ভাই উমর ফারুক (৪০)। ছোট ভাই উমর ফারুক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে।
নীলফামারী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. গোলাম কিবরিয়া বলেন, অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।
news24bd.tv/ তৌহিদ