সাধারণ মানুষের পুষ্টির চাহিদা মেটাতে ভ্রাম্যমাণ বিপণন ব্যবস্থা চালু করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়।
পয়লা রমজান থেকে ২৮ রমজান পর্যন্ত রাজধানীর ১০ টি স্থানে চলবে এই কার্যক্রম। যেখানে প্রতি লিটার দুধ ৬০ টাকা, গরুম মাংস ৫৫০ টাকা, খাসির মাংস ৮০০ টাকা, ডিম প্রতি হালি ৩০ টাকা দাম নির্ধারণ করা হয়েছে। কার্যক্রমের উদ্বোধন শেষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, রমজানে মানুষ যাতে ভেজাল ও বিষমুক্ত খাবার খেতে পারে সেজন্য সরকার কাজ করছে।
news24bd.tv/এমি-জান্নাত