রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে এবং নিরাপদ খাদ্য নিশ্চিতে বিশেষ অভিযানে পরিচালনা করছে বাণিজ্য মন্ত্রণালয়, ভোক্তা অধিকার অধিদপ্তর এবং বিএসটিআই। রোববার সকালে রাজধানীর কাওরান বাজারে দ্রব্যমূল্য পরিস্থিতি দেখতে এসে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেছেন, রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে প্রতিটি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হবে। এসময় পণ্যের দামের তারতাম্য পেলে অভিযান করে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি।
রমজান মাসে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে পাইকারি এবং খুচরা বাজারে বিশেষ অভিযানে নেমেছে বাণিজ্য মন্ত্রণালয় এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মনিটরিং টিম।
এসময় চাল-ডাল-তেল সহ অন্যান্য নিত্যপণ্যের বাজার ঘুরে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন মন্ত্রী।
পরে বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ নিয়ে সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী বলেন, রমজানে ভোজ্যতেলসহ নিত্যপণ্যের মজুত পরিস্থিতি সন্তোষজনক। তবে ব্যবসায়ীরা কারসাজি না করলে দাম বাড়বে না।
এসময় সড়ক-মহাসড়কে চাঁদাবাজির কারণে পণ্যের দাম বেড়ে যাওয়া নিয়ে ব্যবসায়ীদের অভিযোগের বিষয় জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন, এসব বন্ধ করতে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে বসবেন তিনি।
রমজান উপলক্ষে নিরাপদ খাদ্য নিশ্চিতে ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করছে বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালত।
এসময় অনুমোদন না থাকায় সুপারসপ ইউনিমার্টকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
ক্রেতাদের দাবি- শুধু রমজান মাসেই নয়, বছরব্যাপী সহনীয় রাখা প্রয়োজন নিত্যপণ্যের দাম।
news24bd.tv/ তৌহিদ