দক্ষিণ আফ্রিকার মাঠেও ইতিহাস গড়ার হাতছানি টাইগারদের। ২৭৪ রান করলেই কাঙ্খিত জয় নিশ্চিত হবে বাংলাদেশের। পরপর দুই রান আউটে চাপে পড়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। ৬৯ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ২০৪ রানে সব উইকেট হারাল প্রোটিয়ারা।
এর আগে প্রোটিয়াদের ওপেনিং জুটি ভাঙতে সময় লেগেছিল ১৮.৩ ওভার।
মাত্র ৭ রানে জীবন পাওয়া এলগার শেষ পর্যন্ত অর্ধশতক তুলে নেন পিটারসমকে সঙ্গে নিয়ে। আতঙ্ক হয়ে ওঠা এলগারকে ৬৪ রানের মাথায় ফেরান তাসকিন আহমেদ। আম্পায়ার্স করে নট আউট হলে রিভিউতে আউট হন প্রোটিয়া অধিনায়ক। দ্বিতীয় উইকেট জুটি থামে ৬৮ রান তুলে।
এলগারের বিদায়ের পর ধস নামে প্রোটিয়া ব্যাটিং লাইন-আপে। কিগান পিটারসনকে (৩৬) ফেরান মেহেদী মিরাজ। স্লিপে দুর্দান্ত ক্যাচ নেন ইয়াসির আলী।
এরপর টেম্বা বাভুমাকে ৪ রানে ফেরান এবাদত হোসেন। সেটিও স্লিপে থাকা ইয়াসিরের ক্যাচে। কাইল ভেরেন্নেকে ৬ রানে ফেরান মিরাজ। ১১ রান করা উইয়ান মাল্ডারও মিরাজের শিকার। কেশব মহারাজকে ৫ রানে সাজঘরে ফেরান তাসকিন আহমেদ।
News24bd.tv/Kamrul