রহমতের দশকের দ্বিতীয় দিন মুসলিম উম্মাহ রহমতের উসিলায় আল্লাহ তাআ'লার নিকট রোনাজারি করবে তাসবিহ-তাহলিল, ইবাদাত-বন্দেগি ও দোয়ার মাধ্যমে। দ্বিতীয় রমজানে নিদৃষ্ট করে কোন দোয়ার কথা সেভাবে বলা হয়নি। ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা.) রমজান মাসে এই দোয়াগুলো পড়তেন।
আরবী :
الیوم الثّانی : اَللّـهُمَّ قَرِّبْنی فیهِ اِلى مَرْضاتِکَ، وَجَنِّبْنی فیهِ مِنْ سَخَطِکَ وَنَقِماتِکَ، وَوَفِّقْنی فیهِ لِقِرآءَةِ ایـاتِکَ بِرَحْمَتِکَ یا اَرْحَمَ الرّاحِمینَ .
বাংলায় উচ্চারণ : আল্লাহুম্মা ক্বাররিবনি- ফি-হি ইলা মারদা-তিক; ওয়া ঝাননিবনি- ফি-হি মিন সাখাত্বিকা ওয়া নাক্বিম্মা-তিক; ওয়া ওয়াফফাক্বনি- ফি-হি লিক্বিরাআতি ইয়্যা-তিকা বিরাহমাতিকা ইয়া আরহামার রা-হিমি-ন।
অর্থ : ‘হে আল্লাহ! আপনার রহমতের উসিলায় আজ আমাকে আপনার সন্তুষ্টির কাছাকাছি নিয়ে নিন। দূরে সরিয়ে দিন আপনার ক্রোধ আর গজব থেকে ।
news24bd.tv/desk