পুরান ঢাকায় আগুন

পুরান ঢাকায় আগুন

অনলাইন ডেস্ক

পুরান ঢাকার চকবাজার এলাকার গোডাউনে লাগা আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। ফোন পাওয়ার চার মিনিটেই ঘটনাস্থলে উপস্থিত হয় ফায়ার সার্ভিস। রোববার (৩ এপ্রিল) রাত ১১টা ৩৮ মিনিটে এ আগুন লাগে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-মিডিয়া) শাহজাহান সিকদার।

তিনি জানান, চকবাজার আশিক টাওয়ারের পাশে একটি গোডাউনে আগুন লেগেছে বলে জেনেছি।

ফোন পাওয়ার চার মিনিটের মাথায় ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে আরও দুটি ইউনিট যুক্ত হয়।

আগুন লাগার কারণ ও হতাহতের সংবাদ এখনও জানাতে পারেনি ফায়ার সার্ভিস। ওই এলাকার বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়েছে।

news24bd.tv/ তৌহিদ