শ্রীলঙ্কায় সর্বদলীয় সরকার গঠনের আহ্বান প্রেসিডেন্টের

ফাইল ছবি

শ্রীলঙ্কায় সর্বদলীয় সরকার গঠনের আহ্বান প্রেসিডেন্টের

অনলাইন ডেস্ক

শ্রীলঙ্কায় চলমান সংকট সামলাতে এবার সর্বদলীয় সরকার গঠনের আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে।

আজ সোমবার বিরোধীদের সরকারে যোগদানের আহ্বান জানিয়েছেন রাজাপাকসে।  

দেশজুড়ে তীব্র অর্থনৈতিক সংকট মোকাবিলায় সরকারের ব্যর্থতার জেরে রোববার মন্ত্রিসভার ২৬ সদস্যের সবাই পদত্যাগ করেন। পদত্যাগ করেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরও।

তাই পরিস্থিতি সামালে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে বিরোধীদেরও সরকারে যোগ দিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ পরিচালানায় অংশ নেওয়ার আহ্বান জানান। তবে প্রেসিডেন্টের আহ্বানে এখনও প্রতিক্রিয়া জানায়নি বিরোধীরা।

দেওলিয়া হওয়ার পথে দ্বীপ রাষ্ট্র শ্রীলংকা। বৈদেশিক মুদ্রার রিজার্ভ নেমেছে তলানিতে।

ডলার সংকটে জ্বালানী, খাদ্যসহ প্রয়োজনীয় ওষুধ আমদানি করতে পারছে না দেশটি। বিশ্লেষকরা বলছেন, পর্যটন খাতে ধস, ট্যাক্স হার কমানো, দুর্নীতি এবং অপরিকল্পিত ব্যয় ব্যবস্থাপনার কারণে এমন বিপর্যয়ে শ্রীলংকা।

তারা বলছেন, এমন পরিস্থিতিতে যেকোন সময় ক্ষমতা হারাতে পারে রাজাপাকশে সরকার। শ্রীলংকার মোট দেশজ উৎপাদন বা জিডিপির প্রায় বিশ ভাগ আসে পর্যটন খাত থেকে। ২০১৯ সালে চার্চে সিরিজ বোমা হামলার পর এ খাতে ধস নামে। এরপর করোনার দুই বছরে সেটি আর ঘুরে দাঁড়ায়নি। এতে কমতে থাকে দেশটির বৈদেশিক আয়।

news24bd.tv/রিমু