ঈদ মানে নতুন জামা। শিশুরা ঈদকে এভাবেই দেখে। তাই রাজধানীর বিপণিবিতানগুলোয় এরই মধ্যে জমে উঠতে শুরু করেছে শিশুদের ঈদ বাজার। ফ্যাশন আর আরামের কথা মাথায় রেখে দোকানগুলো সাজানো হয়েছে বিভিন্ন বয়সী শিশুদের পোশাকে।
ঈদ বেশি আনন্দ দেয় শিশুদের। শিশুদের সব আনন্দ যেন ঈদের পোশাককে ঘিরে। তাদের জন্য মার্কেটগুলোয় এসেছে বাহারি নকশা ও ফেব্রিকের পোশাক।
পরিবারের ছোট সদস্যের মুখে হাসি ফোটাতে আগেভাগেই কেনাকাটার পর্ব সেরে নিচ্ছেন অভিভাবকরা। তাই রোজার শুরুতেই জমে উঠেছে শিশুদের ঈদ বাজার।
রাজধানীর অভিজাত শপিং মল বসুন্ধরা সিটি ঘুরে দেখা গেছে, শিশুদের চাহিদা পূরণের সব ধরনের পোশাক রেখেছেন ব্যবসায়ীরা। গরমে প্রশান্তির কথা চিন্তা করে গেন্জি কাপড়ের টপ, টি-শার্ট এনেছে বিভিন্ন ব্রান্ড। আর মেয়ে শিশুদের জন্য আছে সুতি, সিল্ক, জরজেট ছাড়াও দেশি-বিদেশি সব কালেকশন।
গেল দুই বছর করোনার কারণে বেচা-কেনা তেমন হয়নি। তবে, এবারের চিত্র ভিন্ন। রোজার শুরু থেকেই ক্রেতার ভাল সারা পাওয়া যাচ্ছে।
news24bd.tv/কামরুল