মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ফাইল ছবি

মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

হাসান ওয়ালী

২০২১-২০২২ শিক্ষাবর্ষের এমবিবিএস পরীক্ষার ফল প্রকাশ করা করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আজ মঙ্গলবার দুপুর ১টায় রাজধানীর মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরে (পুরান ভবন) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ফল ঘোষণা করেন  স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

এবারে মেডিক্যাল ভর্তি পরীক্ষায় ৯২ দশমিক ৫ পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন সুমাইয়া মুসলিম মীম।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, পরীক্ষায় অংশ নেন ১ লাখ ৩৯ হাজার ৭৪২ জন শিক্ষার্থী।

পাশ করছে ৭৯ হাজার ৩৩৭ জন। পাশের হার ৫৫ দশমিক ১৩%।

গত ১ এপ্রিল দেশের ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে একযোগে ২০২১-২২ শিক্ষাবর্ষের মেডিক্যাল কলেজের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।  পরীক্ষায় ১ লাখ ৪৩ হাজার ৯১৫ জন শিক্ষার্থী আবেদন করলেও পরীক্ষায় অংশ নেন ১ লাখ ৩৯ হাজার ৭৪২ জন শিক্ষার্থী।

News24bd.tv/রিমু