আশুলিয়ার পেঁয়াজ ভর্তি পিকআপে তল্লাশি চালিয়ে ৩৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব। সাভারের আশুলিয়ায় পেঁয়াজভর্তি একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ৩৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব। এ সময় দুজনকে গ্রেপ্তার করা হয়।
টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জামগড়া এলাকায় ফ্যান্টাসি কিংডমের সামনে থেকে সোমবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
তিনি জানান, সন্ধ্যায় পেঁয়াজভর্তি পিকআপে করে ইয়াবা বহন করছিল মাদক কারবারিরা। পরে র্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জামগড়া এলাকায় অভিযান চালায়। এ সময় পিকআপে তল্লাশি চালিয়ে পেঁয়াজের বস্তার ভেতর থেকে ৩৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
একই সঙ্গে পিকআপে থাকা ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। পিকআপ ভ্যানটিও জব্দ করা হয়। এএসআই ওয়াজেদ আলী বলেন, রাতেই র্যাব সদস্যরা তাদের নামে মাদক আইনে মামলা দিয়ে আশুলিয়া থানায় হস্তান্তর করেছে।
news24bd.tv/Amy_Jannat