সন্ত্রাসী আশিষের গুলশানের বাসায় র‍্যাবের অভিযান চলছে 

সংগৃহীত ছবি

সন্ত্রাসী আশিষের গুলশানের বাসায় র‍্যাবের অভিযান চলছে 

অনলাইন ডেস্ক

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় চার্জশিটভুক্ত আসামি আশিষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরীর বাসায় অভিযান চালাচ্ছে র‍্যাব।

মঙ্গলবার (৫ এপ্রিল) আনুমানিক রাত সাড়ে ৯ টার দিকে আশিষ রায় চৌধুরীর গুলশানের বাসায় অভিযান শুরু করে র‌্যাব।

র‌্যাব বলছে, নায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার পলাতক ও চার্জশিটভুক্ত ১নং আসামি আশিষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরীকে গ্রেফতারে গুলশানের একটি বাসা ঘিরে রেখেছে তারা।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার আ.ন.ম ইমরান খান বলেন, দশটার কিছু সময় আগে থেকে অভিযান শুরু হয়েছে।

সেখানে র‌্যাব ছাড়াও গোয়েন্দা সংস্থার সদস্যরা রয়েছেন। অভিযান এখনও চলছে।  

এর আগে গত ২০ মার্চ সোহেল চৌধুরী হত্যা মামলায় আজিজ মোহাম্মদ ভাইসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকার দ্রুতবিচার ট্রাইব্যুনাল ২-এর বিচারক জাকির হোসেন। এ মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত বাকি দুই আসামি হলেন ট্রাম্পস ক্লাবের মালিক আফাকুল ইসলাম ওরফে বান্টি ইসলাম ও সেলিম খান।

রাজধানীর বনানীর ১৭ নম্বর রোডের আবেদীন টাওয়ারে ট্রাম্পস ক্লাবের নিচে ১৯৯৮ সালের ১৮ ডিসেম্বর সন্ত্রাসীদের গুলিতে মারা যান সোহেল চৌধুরী। ওই ঘটনায় সোহেল চৌধুরীর ভাই তৌহিদুল ইসলাম চৌধুরী বাদী হয়ে রাজধানীর গুলশান থানায় হত্যা মামলা করেন।  

news24bd.tv/আলী