সন্ধ্যা নাগাদ সারাদেশে গ্যাস সরবরাহ কিছুটা উন্নতি হবে বলে জানিয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিবিয়ানা গ্যাস ফিল্ডে সমস্যা দেখা দেয়ায় জরুরি মেরামতের জন্য গত দু’দিন ধরে কোনো কোনো এলাকায় গ্যাসের চাপ কমে যায়। মেরামত কাজ শেষ হওয়ায় গ্যাসের সরবরাহ বাড়তে শুরু করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিবিয়ানা গ্যাস ফিল্ড থেকে দৈনিক বারোশো মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হতো।
news24bd.tv তৌহিদ