যানজটে চরম ভোগান্তিতে কর্মজীবী মানুষ

সংগৃহীত ছবি

যানজটে চরম ভোগান্তিতে কর্মজীবী মানুষ

শফিকুজ্জামান রুবেল ও ফজলে রাব্বি সৌরভ:

সপ্তাহের শেষ কার্যদিবসও যানজটকে সঙ্গী করেই যাত্রা। এতে চরম ভোগান্তিতে স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ কর্মজীবী মানুষ। ভোগান্তির মাত্রা বাড়ে শেষ বিকেলে। অফিস শেষে বাসা ফিরতে নাজেহাল অবস্থা নগরবাসীর।

 এই চিত্রর পরিবর্তন নেই সন্ধ্যা পর্যন্ত। এই সংকট থেকে বাঁচতে গণপরিবহণের ব্যবহার বাড়ানোর তাগিদ

বিশেষজ্ঞদের।  রাজধানী মানেই যানজট আর ব্যস্ততা।  আর জটলার মাঝে মানুষের ভোগান্তি, কর্মস্থলে সময়মত পৌঁছানোর তাগিদ।

 আর এই চিত্র আরও ভয়াবহ রুপ নিয়েছে সপ্তাহের শেষ কর্মদিবসে।  এদিন, বনানী, মহাখালী, পল্টন, মতিঝিলসহ রাজধানীজুড়ে ছিল তীব্র যানজট।  রমজানের পঞ্চম দিনে মানুষের ভোগান্তি।   

সকালে ঘর থেকে বেরিয়েই যানজটের কবলে পড়তে হয়েছে অফিস-স্কুলগামী ও সাধারণ মানুষকে। দুর্ভোগের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে তীব্র গরম।  ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থেকে কেউ করছেন ক্ষোভ প্রকাশ আবার অনেকে পায়ে হেঁটেই রওনা দেন গন্তব্যে।

পুলিশ বলছে, যান চলাচলের জন্য রাস্তা সংকট আর নগরজুড়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ চলায় এমন যানজটের সৃষ্টি হয়েছে।  যা সামাল দিতে হিমশিম খাচ্ছেন তারা।

এই সংকট থেকে বাঁচতে হলে প্রাইভেট যানের পরিবর্তে গণপরিবহণের ব্যবহার বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের।  

news24bd.tv/কামরুল