বাগেরহাটের শরণখোলা উপজেলায় মাদক ব্যবসায়ী রাজু হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে ৫০ পিচ ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজাসহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ তাকে গ্রেপ্তার করে।
মাদক ব্যবসায়ী রাজু হাওলাদার উপজেলার রায়েন্দা গ্রামের শহিদুল হাওলাদারের ছেলে।
বাগেরহাট ডিবি পুলিশের উপপরিদর্শক প্রবাষ মল্লিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শরণখোলার মধ্য রায়েন্দা গ্রামে অভিযান চালায় ডিবি পুলিশ।
গ্রেপ্তারকৃত রাজু হাওলাদার একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে শরণখোলা থানায় হস্তান্তর করা হয়ছে বলে জানান তিনি।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরাম হোসেন জানান, গ্রেপ্তারকৃত রাজু হাওলাদাকে বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়েছে।
news24bd.tv/রিমু