বান্দরবান সদর হাসপাতালের শৌচাগার থেকে বিউটি দাশ (২৪) নামে এক রোগীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে শৌচাগারে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পেয়ে পুলিশে খবর দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।
নিহত বিউটি দাশ বান্দরবান পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কালাঘাটা এলাকার চন্দন দাশের স্ত্রী।
বান্দরবান সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) জিয়াউল হায়দার বলেন, বিউটি দাশ গতকাল বৃহস্পতিবার ডায়রিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হন।
বান্দরবান সদর থানার পরিদর্শক ওসি (তদন্ত) কানন চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, মরদেহের সুরতহাল করতে পুলিশ কাজ করছে।
news24bd.tv/রিমু