ইংলিশ প্রিমিয়ার লিগে আজকের খেলা

ইংলিশ প্রিমিয়ার লিগে আজকের খেলা

মাহফুজুল ইসলাম

আন্তর্জাতিক ক্লাব ফুটবলে শনিবার আলাদা ম্যাচে মাঠে নামছে বড় দলগুলো। জার্মান বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ আওসবুর্গ। আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচ শুরু সন্ধ্যা সাড়ে সাতটায়। এদিকে, ইংলিশ প্রিমিয়ার লিগে রাত আটটায় সাউদাম্পটন লড়বে চেলসির বিপক্ষে।

আর বিকেল সাড়ে পাঁচটায় ম্যানচেস্টার ইউনাইটেডকে আতিথ্য দেবে এভারটন।

বুন্দেসলিগার ২৯তম রাউন্ডে মাঠে নামার আগে বেশ ফুরফুরে মেজাজে নাগেলসম্যানের দল। মূল একাদশের প্রায় সব ফুটবলারই আছেন ফিট। ২৮ ম্যাচে নামের পাশে ৬৬ পয়েণ্ট নিয়ে টেবিলের শীর্ষে লেভানদোস্কিরা।

নিকটতম প্রতিদ্বন্দ্বী বরুশিয়া ডর্টমুন্ড থেকে ৯ পয়েন্ট এগিয়ে থাকায় নির্ভার ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। অ্যালিয়াঞ্জ অ্যারেনায় প্রতিদ্বন্দ্বী আওসবুর্গকে আতিথ্য দেওয়ার আগে ফেভারিট হিসেবেই মাঠে নামবে জার্মান জায়ান্টরা।

ইংলিশ প্রিমিয়ার লিগে টেবিলের তৃতীয় স্থানটা আরো পোক্ত করতে এই ম্যাচে জয়টা চেলসির জন্য বেশ গুরুত্বপূর্ণ। সাউদাম্পটনের ঘরের মাঠে নামার আগে প্রতিপক্ষ থেকে বেশ এগিয়ে ব্লুজরা। ১২তম অবস্থানে থাকা সাউদাম্পটনের নামের পাশে ৩০ ম্যাচে ৩৬ পয়েন্ট। অন্যদিকে, ফেভারিট চেলসি ২৯ ম্যাচ খেলে ৫৯ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে অবস্থান করছে।

এদিকে, এভারটনের বিপক্ষে মঠে নামার আগে কঠিন সময় পার করছে ম্যানচেস্টার ইউনাইটেড। ৩০ ম্যাচে ৫১ পয়েণ্ট নিয়ে রেড ডেভিলদের অবস্থান টেবিলের সাতে। নিজেদের শেষ ৫ ম্যাচে মাত্র একটি জয় ইংলিশ জায়ান্টদের। এইম্যাচে চোটের কারণে বাইরে থাকবেন দলের প্রাণভোমরা ক্রিস্টিয়ানো রোনালদো। আর কার্ড জটিলতায় মাঠের বাইরে থাকনে গ্রিনউড।

news24bd.tv তৌহিদ