ঢাবি চারুকলা অনুষদের মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি 

ঢাবি চারুকলা অনুষদের মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি 

সুকন্যা আমীর

আসছে বৈশাখ ১৪২৯ বঙ্গাব্দ। নতুন বছরকে স্বাগত জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে চলছে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি। মঙ্গল শোভাযাত্রার এবারে দায়িত্ব, চারুকলা অনুষদের ২২ ও ২৩ তম ব্যাচের শিক্ষর্থীদের। অশুভ বার্তা দূর করার আহ্বান জানিয়ে এবারের মঙ্গল শোভাযাত্রার মূল প্রতিপাদ্য করা হয়েছে, নির্মল করো, মঙ্গল করো, মলিন মর্ম মুছায়ে।

আসছে বাংলা ১৪২৯ বঙ্গাব্দ। নতুন বছরকে বরণ করতে চলছে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি।

দিনরাত এক করে কাজ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীরা। রং-তুলির আঁচড়ে সাজিয়ে তুলছেন নিজেদের আঙিনা।

অন্যদিকে চলছে শোভাযাত্রার শিল্প কাঠামো তৈরির কাজ। শোভাযাত্রায় সবচেয়ে বড় শিল্প-কাঠামো হিসাবে থাকবে পাখি, টেপা পুতুল, ঘোড়া। এছাড়াও রয়েছে সরাচিত্র, মুখোশ ও পেন্টিং। বিরামহীন এই প্রস্তুতি ঘিরে উৎসবমুখর পুরো চারুকলা অনুষদ।

সকল অশুভ বার্তাকে হার মানানোর আহ্বান জানিয়ে এবারের মঙ্গল শোভাযাত্রার প্রতিপাদ্য- নির্মল করো, মঙ্গল করো, মলিন মর্ম মুছায়ে।

বাংলা নববর্ষ উদযাপনে, ১৯৮৯ সালে চারুকলা অনুষদের উদ্যোগে প্রথমবারের মতো বের হয় মঙ্গল শোভাযাত্রা। ২০১৬ সালে মঙ্গল শোভাযাত্রা পায় ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি।

news24bd.tv তৌহিদ