রোহিঙ্গা ক্যাম্পে ঘুমন্ত স্বামীকে কুপিয়ে হত্যা

সংগৃহীত ছবি

রোহিঙ্গা ক্যাম্পে ঘুমন্ত স্বামীকে কুপিয়ে হত্যা

অনলাইন ডেস্ক

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্বামী সৈয়দুর রহমানকে (৩২) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রী সাজিদা বেগমের বিরুদ্ধে। শুক্রবার (৮ এপ্রিল) বিকালে  কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং উনছিপ্রাং ২২নং রোহিঙ্গা ক্যাম্পে এই ঘটনা ঘটে। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিহতের স্ত্রী রোহিঙ্গা নারী সাজিদা বেগমকে আটক করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) এর সদস্যরা।

বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ এপিবিএন’র অধিনায়ক এসপি তারিকুল ইসলাম তারিক।

তিনি জানান, শুক্রবার বিকালে টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নের উনছিপ্রাং ২২নং ক্যাম্পে পারিবারিক কলহের জের ধরে রোহিঙ্গা নারী সাজিদা বেগম (২৩)  তার স্বামী মো. সৈয়দুর রহমানকে (৩২) ঘুমন্ত অবস্থায় দা-দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। আশপাশের রোহিঙ্গারা তাৎক্ষণিক ভিকটিমকে ক্যাম্প অভ্যন্তরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

তিনি আরো জানান, আটক রোহিঙ্গা নারীকে স্বামী হত্যার দায়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে।

news24bd.tv/আলী