স্বস্তি নিয়ে দিন পার বাংলাদেশের

সংগৃহীত ছবি

স্বস্তি নিয়ে দিন পার বাংলাদেশের

অনলাইন ডেস্ক

স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও সফরকারী বাংলাদেশের মধ্যকার দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনের খেলা শেষ হয়েছে । প্রথম দিনে স্বাগতিকদের ৫ উইকেট তুলে নিয়ে স্বস্তি নিয়ে দিন শেষ করেছে বাংলাদেশ।  

প্রথম দিনের খেলা শেষে ৫ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ২৭৮ রান জমা করেছে স্বাগতিকরা। সে হিসেবে বাংলাদেশের থেকে খানিক এগিয়ে তারা।

সফরকারীরা মূলত ব্যাকফুটে পড়েছে দিনের প্রথম ঘণ্টায়। উইকেটের ফায়দা তুলতে পারেননি বোলাররা।

শেষ পর্যন্ত প্রথম দিনের ৯০ ওভারে দক্ষিণ আফ্রিকা সংগ্রহ করেছে ২৭৮ রান, ৫ উইকেট হারিয়ে। বাংলাদেশের পক্ষে তাইজুল শিকার করেছেন তিনটি উইকেট।

এছাড়া দুটি উইকেট পেয়েছেন খালেদ আহমেদ।

দক্ষিণ আফ্রিকার হয়ে ব্যাট হাতে দাপট দেখিয়েছেন অধিনায়ক ডিন এলগার, টেম্বা বাভুমা ও কিগান পিটারসেন। তিনজনই পেরিয়েছেন পঞ্চাশের ঘর, তবে কেউই তিন অঙ্কে পৌঁছাতে পারেননি। এলগার ৮৯ বলে ৭০, বাভুমা ১৬২ বলে ৬৭ ও পিটারসেন ১২৪ বলে ৬৪ রান করেন।
news24bd.tv/আলী