সুরমার পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত

রাস্তা-ঘাট ডুবে চলাচলে দুর্ভোগ।

সুরমার পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জে টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে সুরমা নদীর পানি বিপৎসীমার ৬৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সুরমা নদীর পানি কিছু কমলেও প্লাবিত হয়েছে জেলার নিম্নাঞ্চলের কয়েক শতাধিক গ্রাম। শুক্রবার সকালে পৌর শহরের ষোলঘর পয়েন্ট দিয়ে সুরমার নদীর পানি বিপৎসীমার ৬৭ সেন্টিমিটার উপর দিয়ে অতিক্রম করে।

এ সময় শহরের তেঘরিয়া, কাজিরপয়েন্ট, নবীরনগর, বড়পাড়া নতুনপাড়াসহ বেশ কিছু এলাকা প্লাবিত হয়।

এদিকে, গত কয়েকদিনের টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে জেলার বিশ্বম্ভরপুর, তাহিরপুর ও দোয়ারাবজার, ছাতক, জগন্নাথপুর উপজেলার নিম্নাঞ্চলের প্রায় কয়েক শতাধীক গ্রাম প্লাবিত হয়েছে। পানিতে ডুবে যাওয়ায় বন্ধ রয়েছে ছাতক-সুনামগঞ্জ ও বিশ্বম্ভরপুর-তাহিরপুর সড়কের যান চলাচল। এতে চরম দুর্ভোগে পড়েছে ওই এলাকার লোকজন।

পানি উন্ননয় বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী রঞ্জন কুমার দাস জানান, সুরমার পানি কমলেও নিম্নাঞ্চলের বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে।

বৃষ্টি অব্যহত থাকলে বন্যার আশঙ্কা রয়েছে বলে জানান তিনি।

(নিউজ টোয়েন্টিফোর/বুরহান/তৌহিদ)