ধনী-গরীব সবাইকে এক কাতারে ইফতার করাচ্ছে বিদ্যানন্দ ফাউন্ডেশন

সংগৃহীত ছবি

ধনী-গরীব সবাইকে এক কাতারে ইফতার করাচ্ছে বিদ্যানন্দ ফাউন্ডেশন

অন্তরা বিশ্বাস

নিম্ন আয়ের মানুষের সঙ্গে ইফতার করছেন সমাজের গণ্যমান্য ব্যক্তিরা। প্রতিদিন এমন আয়োজন করছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। আয়োজকরা জানান, ইফতারের সময় ধনী-গরীব সবাইকে এক কাতারে আনাই এই আয়োজনের মূল লক্ষ্য।  

রাবেয়া।

কারওয়ান বাজারে সবজি কুড়িয়ে বিক্রি করেন। প্রথম রোজা থেকে বিদ্যানন্দ ফাউন্ডেশনের এই আয়োজনে ইফতার করছেন। রাবেয়ার মত আরও অনেকেরই ভরসা- এখন বিদ্যানন্দ ফাউন্ডেশন।

এদের কেউ দিনমজুর, কেউ আবার খণ্ডকালীন দোকানী আবার কেউ ভবঘুরে।

আয়োজনে দেখা যায় সাংবাদিক- চিকিৎসক-আইনজীবীসহ অনেক পেশার মানুষকেও। শুধু গরীব দুস্থরা নয়- শুক্রবার ইফতার আয়োজনে অভিভাবকেদরে সাথে আসে বিশেষ শিশুরাও।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের এই আয়োজনের মূল প্রতিপাদ্য ‘সবাই মিলে বাংলাদেশ’। করাওয়ান বাজার ছাড়াও রাজধানীর অন্ত ১৩-১৪টি স্পটে প্রতিদিন কয়েক হাজার মানুষকে ইফতার করাচ্ছে সংস্থাটি।

যে কেউ চাইলে এই আয়োজনে ইফতার দিয়ে সহযোগিতা করতে পারেন। দিতে পারেন স্বেচ্ছাশ্রমও।

news24bd.tv/কামরুল