নাটোরের সিংড়ায় মরা গরুর মাংস বিক্রি করার সময় কসাইকে আটক করেছে পুলিশ। শনিবার উপজেলার হাতিয়ান্দহ বাজার থেকে কসাই আইয়ুব আলীকে আটক করা হয়।
জানা যায়, সিংড়ার হাতিয়ান্দহ ইউনিয়নের সাজুরিয়া গ্রামের মো. নহির একটি গরু শুক্রবার রাত আনুমানিক ২টায় অসুস্থ হয়ে মারা যায়। স্থানীয় কসাই আইয়ুব আলী খবর পেয়ে ১৮ হাজার টাকায় মরা গরুটি কিনে।
ঘটনাটি জানার পর সিংড়া থানা পুলিশ কসাইকে আটক করে থানায় আনে। সিংড়া থানার ওসি নূর-এ-আলম সিদ্দিকী বলেন, কসাই আইয়ুব আলী বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
news24bd.tv/arkabul