পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন শাহবাজ!

সংগৃহীত ছবি

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন শাহবাজ!

অনলাইন ডেস্ক

নানা নাটকীয়তার পর অবশেষে অনাস্থা ভোট হেরে যাওয়ায় পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ হারালেন ইমরান খান। শনিবার রাতে পাকিস্তানের পার্লামেন্টের অধিবেশনে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবে ইমরানের বিরুদ্ধে পড়েছে ১৭৪টি ভোট। প্রস্তাব পাশের জন্য দরকার ছিল ১৭২টি।

এর মাধ্যমেই পাকিস্তানের ইতিহাসে এই প্রথম জাতীয় পরিষদে অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রীত্ব হারিয়ে নজির গড়লেন ইমরান খান।

এদিকে, ইমরান খানের বিদায়ের পর কে হচ্ছেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী এ নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। তবে পাকিস্তানের গণমাধ্যমে জানা যাচ্ছে, ইমরানের ক্ষমতাচ্যুতির পর বিরোধী দল মুসলিম লীগের সভাপতি শাহবাজ শরিফ প্রধানমন্ত্রী হচ্ছেন। এর মধ্যে তিনি জানিয়েছেন, নতুন সরকার প্রতিশোধের রাজনীতি করবে না।  

পাকিস্তানের ইতিহাসে নির্বাচিত কোনো প্রধানমন্ত্রীই পাঁচ বছরের মেয়াদ সম্পূর্ণ করতে পারেননি।

দেশটির ২২তম প্রধানমন্ত্রী ছিলেন ইমরান।

পাকিস্তানের স্থানীয় সময় রাত ১ টার দিকে ভোট শেষে ফল ঘোষণা করেন স্পিকারের দায়িত্ব নেওয়া প্যানেল চেয়ারম্যান আয়াজ সাদিক। জাতীয় পরিষদের স্পিকার আসাদ কায়সার পদত্যাগ করায় তিনি ভোট প্রক্রিয়ার দায়িত্ব পালন করেন।  

২০১৮ সালের জুলাইয়ের নির্বাচনে ছক্কা মারতে ভুল করেননি ইমরান। তাঁর দল পিটিআই ২৭২টির মধ্যে ১১৭টি আসন পেয়ে রীতিমতো তাক লাগিয়ে দেয়। এরপর ২২ বছরের মাথায় ২০১৮ সালে ক্ষমতায় এসে হন দেশের ২২ তম প্রধানমন্ত্রী। যদিও রাজনৈতিক বিশ্লেষকই বলে আসছিলেন, এর সবই সামরিক উর্দিধারীদের ক্যারিশমা।

news24bd.tv/রিমু