যুক্তরাষ্ট্রের ২৪ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে ইরান। সন্ত্রাসবাদ এবং ইরানের জনগণের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এতে তাদের নিষেধাজ্ঞা দেওয়া হয় বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রাণালয় জানায়।
আল জাজিরার খবরে জানানো হয়, জর্জ ডব্লিউ ক্যাসি জুনিয়র, মার্কিন সেনাবাহিনীর সাবেক চিফ অব স্টাফ এবং ইরাকে মাল্টি ন্যাশনাল ফোর্সের কমান্ডিং জেনারেল জোসেফ ভোটেল, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অ্যাটর্নি রুডি গিলিয়ানির নাম রয়েছে এই নিষেধাজ্ঞার তালিকায়।
এছাড়াও ফিলিস্তিন-লেবাননে থাকা বর্তমান এবং সাবেক কয়েক মার্কিন কূটনীতিক রয়েছেন তালিকায় বলে এই প্রতিবেদনে জানানো হয়।
আর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রের আরও ১৫ জনকে কালো তালিকাভুক্ত করা হয়েছে বলে জানায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
news24bd.tv তৌহিদ