চুরির অপবাদে শিক্ষার্থীকে খুঁটিতে বেঁধে নির্যাতনের অভিযোগ

চুরির অপবাদে শিক্ষার্থীকে খুঁটিতে বেঁধে নির্যাতনের অভিযোগ

চুরির অপবাদে শিক্ষার্থীকে খুঁটিতে বেঁধে নির্যাতনের অভিযোগ

জামান আখতার, চুয়াডাঙ্গা 

চুয়াডাঙ্গায় টাকা চুরির অপবাদে আব্দুর রহমান (১০) নামে এক শিক্ষার্থীকে খুঁটিতে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। গতকাল রোববার সদর উপজেলার দোস্ত বাজারের ‘মায়ের দোয়া ফ্যাশন হাউজ’ নামের দোকানে এ ঘটনা ঘটে।

নির্যাতনের শিকার আব্দুর রহমান দোস্ত গ্রামের মনোয়ার হোসেনের ছেলে। দোস্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র সে।

নির্যাতিত আব্দুর রহমান জানায়, রোববার দুপুরে বিদ্যালয়ের টিফিনের সময় খাবার কিনতে মায়ের দোয়া ফ্যাশন হাউজে যায়। কিছুক্ষণ পরে দোকানের লোকজন তাকে টাকা চুরির অপবাদ দিয়ে খুঁটির সাথে বেঁধে রাখে এবং শারীরিক নির্যাতন করে।

দোকান মালিক আলী আহমদ বলেন, প্রায়ই দোকানে চুরির ঘটনা ঘটে। এতে তারা অতিষ্ঠ ছিলো।

রোববারও দোকানে চুরির ঘটনা ঘটলে শিশুটিকে আটক করা হয়। তাকে কিছুক্ষণ বেঁধে রাখা হয় তবে মারধর করা হয়নি।

দোস্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোমিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই ছাত্রকে মুক্ত করে আনা হয়। একজন শিশুকে চুরির অপবাদ দিয়ে বেঁধে রাখা দুঃখজনক।

দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফুল কবির জানান, এখনও পর্যন্ত কেউ থানায় কোন অভিযোগ করেনি। বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

news24bd.tv/রিমু