আলিয়া ভাটের সঙ্গে বিয়ে নিয়ে এখন প্রতিনিয়ত শিরোনামে রণবীর কাপুর। ব্যস্ত জীবন তার, ঘটনাবহুলও বটে। কাজও তেমনই পাশাপাশি এগোচ্ছে। শীঘ্রই পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার 'অ্যানিম্যাল' ছবিতে দেখা যাবে তাঁকে।
থ্রিলার ধর্মী অপরাধমূলক ছবি ‘অ্যানিমাল’-এ দুটি ভূমিকায় অভিনয় করবেন রণবীর। তার জন্য বড়সড় শারীরিক পরিবর্তনের মধ্যে দিয়ে যেতে হবে তাঁকে। চরিত্রের সরল ছোটবেলা কাটিয়ে হিংস্র পশুর মতো উঠতে হবে রণবীরকে, কারণ গ্যাংস্টারের জীবন যে এমনই।
ছবিতে রণবীরের সাথে আরও থাকছেন ববি দেওল, অনিল কপূর এবং রশ্মিকা মন্দানাকে। চলতি বছর জুন মাসেই ছবির শ্যুটিং শুরু হবে। ‘অ্যানিমাল’ ছবিটি ২০২৩-এ মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে।
সূত্র : আনন্দবাজার
news24bd.tv/এমি-জান্নাত